জেলায় জেলায় প্রবল বৃষ্টি, ৬০ কিমি বেগে ঝড়ে তোলপাড় হবে টানা দুদিন| Moderate rain with gusty wind likely in many districts in South Bengal

Date:

- Advertisement -


অয়ন ঘোষাল: শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

সিস্টেম

ঘূর্ণাবর্ত রয়েছে আসাম, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের উপর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ুর ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত, জোড়া অক্ষরেখা। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। যেটি বিদর্ভ ও মারাঠাওয়াড়ার উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত আরো একটি অক্ষরেখা যেটি ছত্তীসগড়, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।

দক্ষিণবঙ্গ

বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

আজ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা নদিয়া  মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে ৬০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখের মতো পরিস্থিতির সম্ভাবনা।

কাল শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুন-সুতোর উপর ঝুলছে জীবন! ‘গ্রেট হিমালয়ান আর্থকোয়েকে’ রাতারাতি ধুলোয় ভারত, কোটি কোটি মৃত্যু…

উত্তরবঙ্গ

বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।

কাল শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকে তিন জেলা এবং মালদা মোট চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদুসহ হালকা মজুরি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।

আরও পড়ুন-‘যোগ্য’দের চাকরি কি আপাতত বহাল? এসএসসি মামলায় ফের ‘সুপ্রিম’ শুনানি!

কলকাতা

সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দুপুর বেলায় অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।

শুক্রবার পর্যন্ত বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
 
কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ২৭.২ থেকে কমে ২৬.৮ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৮৮ শতাংশ।

ভিনরাজ্যে

ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিহার, আসাম ও মেঘালয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেশ কিছু অংশে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে  ওড়িশা এবং ঝাড়খণ্ডে। বিদর্ভ ছত্তীসগড় আসাম মেঘালয় মনিপুরী মিজোরাম এবং ত্রিপুরাতে। আসাম মেঘালয় মধ্যপ্রদেশ বিহার বজ্রবিদ্যুৎসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আবহাওয়া অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ছত্রিশগড় ঝাড়খন্ড সিকিম বিহার এবং কেরল মাহে মধ্যপ্রদেশ ছত্রিশগড় কেরালা মাহে তেলেঙ্গানা কর্নাটকে। তাপপ্রবাহের সম্ভাবনা গুজরাট ও রাজস্থানে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং গুজরাট রিজিয়নে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

- Advertisement -

Top Selling Gadgets

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

Share post:

Subscribe

Popular

More like this
Related

Top Selling Gadgets